Top

আশুলিয়ায় বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

০৬ এপ্রিল, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
আশুলিয়ায় বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমা আক্তার (২৭) নামের পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্টারলিং পোশাক কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিমা আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার মৃত আবু বক্কর সিদ্দিক ভুঁইয়ার মেয়ে। তিনি স্টাইলিং পোশাক কারখানার নতুন ভবনের ২২ নম্বর লাইনে কাজ করতেন বলে জানা যায়। হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে কারখানা ছুটি শেষে সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন সিমা। এসময় নামবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সীমা আক্তারকে চাপা দেয়। এতে সিমা আক্তার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।

এআরএস

শেয়ার