Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি

০৭ এপ্রিল, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি ও কাঁচা গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১২টায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে এসব ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১২টায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বাতাস ও বজ্রপাতসহ হানা দেয় কালবৈশাখী ঝড়। এসময় ঝড়ের কবলে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজারের সোনাদিয়া মডেল নুরানি মাদ্রাসার টিনশেড ঘরটি উড়ে যায়। এছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের টিনশেড ভবন ও বিধ্বস্ত হয়। তীব্র বাতাসে জেলার বেশ কিছু এলাকায় কাঁচা গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে।

সোনাদিয়া মডেল নুরানি মাদ্রাসার সভাপতি আবুল হাসেম জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমাদের মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। আজ হঠাৎ ঝড়ে আমাদের পুরো ভবন উড়ে গেছে৷ আমাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আবার সবাই মিলে চেষ্টা করে ভবনটি নির্মাণের কাজ শুরু করতে হবে। এজন্য সবার সহযোগিতা চাই।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শারফুদ্দিন বলেন, ঝড়ে কলেজের টিনশেড ভবনটি বিধ্বস্ত হয়েছে। এ ভবনে ৪টি শ্রেণীকক্ষ ছিল যেখানে শ্রেণি কার্যক্রম চালানো হতো।

হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান জানান, কালবৈশাখী ঝড়ে সোনাদিয়া ইউনিয়নের একটি মাদ্রাসাসহ কিছু গাছপালা ক্ষতির খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আজকের কালবৈশাখী ঝড়ে জেলার বেশকিছু জায়গায় ক্ষতির খবর পেয়েছি। এখন পর্যন্ত সব তথ্য আমাদের হাতে পৌঁছে নি। তথ্য পৌঁছামাত্র আমরা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় সহযোগিতা করবো।

এআরএস

শেয়ার