Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

গ্রিন লাইন ওয়াটার বাসে অগ্নিকাণ্ড, অল্পে রক্ষা পেলেন ৬শ’ যাত্রী

০৭ এপ্রিল, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
গ্রিন লাইন ওয়াটার বাসে অগ্নিকাণ্ড, অল্পে রক্ষা পেলেন ৬শ’ যাত্রী
নিজস্ব প্রতিবেদক :

ভোলা-ঢাকা রুটে চলাচলকারী গ্রিন লাইন ওয়াটার বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা লঞ্চটিকে তীরে ফেরানোর অনুরোধ করেন। তবে কর্তৃপক্ষ সেটি না করে ঝুঁকি নিয়ে ভোলায় ফিরে আসে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ৬০০ যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রিন লাইন। বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে এসে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়। তবে বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে লঞ্চের ব্যবস্থাপক অলিল্লাহ দাবি করেন, সাইলেন্সার গরম হয়ে ধোঁয়া বের হয়েছে, আগুন লাগার ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে ভোলার জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রিন লাইন কর্তৃপক্ষকে সর্তক করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। অল্পের জন্য ঈদে ঘরে ফেরা ৬০০ যাত্রী প্রাণে রক্ষা পেলেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসকে

শেয়ার