মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মো. সোহরাব খান (৫৫) খুন হয়েছেন। এ সময় নিহতের ছেলে জনি খান (৩২) জখম হন।
সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারস্থ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর দিঘীরপার বাজার ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সোহরাব খানের সঙ্গে দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আসলাম হোসেন ভুলু হালদার ওরফে ভোলা মেম্বারের অর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ মিমাংসার নামে উভয়পক্ষকে বসার জন্য তদন্ত কেন্দ্রে ডাকেন সেখানকার ইনচার্জ শাহ-আলম। এতে আগে থেকে সাবেক ওই ইউপি সদস্য ও তার দুই ছেলে রিয়াম হালদার ও রিজভী হালদার পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত থাকে। এরপর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব খান ও তার ছেলে সেখানে আসেন। তারা দিঘীরপাড় পুলিশ কেন্দ্রে প্রবেশ করতেই প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য ভুলু হালদার ও তার দুই ছেলে তাদের উপর হামলা করে। এ সময় বাবা সোহরাব ও ছেলে জনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা সোহরাবকে মৃত ঘোষণা করেন ও ছেলে জনি খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত জনির মাথা, বুকে ও পেটে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ঘটনার খবর পাওয়ামাত্র কয়েকটি থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম জেনেছি। তাদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।