Top

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১০ এপ্রিল, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম- উজ্জল সরদার ও দ্বীন ইসলাম।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে বাড়িতে ফিরছিলেন দুজন। পথিমধ্যে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে। বাস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিএইচ

শেয়ার