বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় এক নারীকে তার বাড়িতে ঢুকে মারপিট করা হচ্ছে, ওয়ার্ড কাউন্সিলরের এমন ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেল হামলার শিকার হয়েছেন এক সহকারী-উপ পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান হিমু তাদের ফোনে জানান সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে কয়েকজন যুবক এক নারীকে মারপিট করছেন। এ খবর পেয়ে ফাঁড়ির এএসআই আব্দুর রশিদ দু’জন কনস্টেবলসহ ঘটনাস্থলে চলে যান! সেখানে গিয়ে তারা দেখতে পান কয়েকজন যুবক একজন নারীকে মারধর করছে।
তিনি বলেন, পুলিশকে দেখে সেখান থেকে যুবকরা পালানোর চেষ্টা করার সময়, তাদেরকে লক্ষ্য করে তিন/চারটি বিস্ফোরণ ঘটায়! এতে এএসআই রশিদ ও কনস্টেবল মাহবুব শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারী যুবকদের শনাক্তে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
বিএইচ