Top

গোপালগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আহত ৪

১৫ এপ্রিল, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আহত ৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে নিরব শেখ (১৫) নামে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) বিকালে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিরব শেখ কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের ফোকরান শেখের ছেলে।

ওসি মো. জিল্লুর রহমান জানান, গাছ কাটা নিয়ে নিরব শেখের সঙ্গে চাচাতো ভাই আল আমিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আল আমিন, তার বাবা আব্দুল শেখসহ কয়েকজন নিরবকে পিটিয়ে আহত করে। এসময় পরিবারের সদস্যরা ঠেকাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

তিনি বলেন, মারাত্মক আহত ৫ জনকে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নিরবের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিরবের মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিএইচ

শেয়ার