Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

১৫ এপ্রিল, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় টেকপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার সংবাদ পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট।

স্থানীয়রা জান‍ান, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে গেছে। এসব বাড়ির কোনোটির বাসিন্দারা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। অর্থাৎ বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ ছিল। এ কারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। আনুমানিক ২০টির বেশি কাঁচাঘর পুড়ে গেছে। তা ছাড়া পার্শ্ববর্তী ৪ তলা বিশিষ্ট একটি পাকা ভবন আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

শেয়ার