Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

১৭ এপ্রিল, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর এলাকায় ‘সমতট এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে।

বুধবার সকাল ৮টার দিকে গণিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুর জেলার মান্দারি এলাকায় বলে জানা গেছে, তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লার লাকসামের উদ্দেশ্যে সোনাপুর থেকে ছেড়ে আসে ‘সমতট এক্সপ্রেস ৪৫’ ট্রেনটি। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে লাকসামের উদ্দেশ্যে রওনা করে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় পৌঁছলে সেখানে ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। এতে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই মোবাইলটি তিনি ব্যবহার করতেন।

চৌমুহনী রেলস্টেশনের মাস্টার মো. ফখরুল ইসলাম নোমান জানান, নিহত ব্যক্তির মৃতদেহের পাশ থেকে পাওয়া মোবাইলটি দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এসকে

শেয়ার