Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে ঈদের পর অস্থির হয়ে উঠেছে আলুর বাজার

১৭ এপ্রিল, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
চট্টগ্রামে ঈদের পর অস্থির হয়ে উঠেছে আলুর বাজার
চট্টগ্রাম প্রতিনিধি :

ঈদের পর অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে আলুর দাম ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

বুধবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে পাইকারিতে ৪০ থেকে ৪৩ টাকা কেজিদরে বিক্রি হয়েছে আলু। ঈদের ছুটির আগে পাইকারি ৩৫ টাকা কেজিদরে পণ্যটি বিক্রি করেছিলেন এই বাজারের ব্যবসায়ীরা।

এদিকে পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরায় আলুর দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, কারসাজি করে বাজারে আলুর সংকট দেখিয়ে কেজিতে ১০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহমেদ সওদাগর বলেন, এবার আলুর সরবরাহ কম, ফলন কম হয়েছে। তাই আমাদের বাড়তি দামে সংগ্রহ করতে হচ্ছে। আর তাতেই বাড়ছে দাম।

ঈদের ছুটির আগে পাইকারি বাজারে আলু ৩৫ টাকা কেজি এবং ঈদের ছুটির পর মঙ্গলবার প্রথমদিনেই ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানান তিনি।

খুচরা বিক্রেতা নজরুল আলম বলেন, পাইকারী বাজার থেকে প্রতিকেজি আলু কিনতে খরচ হয়েছে ৪৩ থেকে ৪৫ টাকার মতো। তাছাড়া পাইকারি বাজারে আলুর সংকট থাকায় বাজারে নতুন করে দাম বেড়েছে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, ঈদের ছুটিতে এমন বড় কোন বিপর্যয় হয়নি যে আলুর দাম ২৫ শতাংশের বেশি বেড়ে যাবে।

মূলত ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্যই যাচ্ছেতাই দাম রাখছেন। এটা তদারকিরও যেন কেউ নেই। প্রশাসনিক লোকজন সবাই শো-অফের চিন্তায় থাকেন, জনগণের দুর্ভোগ নিয়ে কেউ ভাবেন না।

এসকে

শেয়ার