Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি জনপদ রাঙ্গুনিয়া: পররাষ্ট্রমন্ত্রী

২১ এপ্রিল, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি জনপদ রাঙ্গুনিয়া: পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শহরে বসবাসকারী নিজের নির্বাচনী এলাকা ও জন্মভুমি রাঙ্গুনিয়াবাসীর সাথে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় সম্প্রীতির বন্ধনে রাঙ্গুনিয়া অনেক এগিয়ে। আমাদের এলাকায় মুসলমান হিন্দু বৌদ্ধ চাকমা, মারমা, খ্রীষ্টান সব জাতি গোষ্ঠির সহাবস্থান।

সারা বাংলাদেশে খ্রীষ্টানদের জন্য দুটো কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা সান্ধ্যকালীন হল রয়েছে, তৎমধ্যে একটি আমাদের রাঙ্গুনিয়ায়। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি জনপদ রাঙ্গুনিয়া।

শনিবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম শহরে বসবাসকারী রাঙ্গুনিয়াবাসীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম, নগরীর সিরাজুদৌল্লাহ রোডের ওয়াইএনটি কনভেনশন সেন্টারে মিলন মেলা ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র। মানুষের মনন তৈরিতে পরিবেশের একটি বিরাট ভূমিকা থাকে। আপনারা দেখবেন, এলিট রিজিয়নের মানুষ একটু মেজাজি হয়, আবার শীত প্রধান দেশের মানুষ একটু শান্ত হয়, আর যেখানে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা ঐ এলাকার মানুষ শান্ত প্রকৃতির হয়। রাঙ্গুনিয়ার চারিদিকে পাহাড়, পর্বত ও নদী দিয়ে ঘেরা। তাই রাঙ্গুনিয়ার মানুষ একটু শান্ত প্রকৃতির। এখানেও যে অন্যপ্রকৃতির মানুষ নেই, তা আমি বলবনা। তবে রাঙ্গুনিয়ার মানুষ অন্যান্য উপজেলার মানুষের থেকে শান্তিপ্রিয় এবং অতিথি পরায়ন।

চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি অন্যান্য উপজেলার সমিতি থেকে সম্পূর্ণ আলাদা এবং কার্যকর সমিতি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্নে যারা এই সমিতি গঠন করেছিল এবং এখন এটির সাথে যারা যুক্ত সকলকে আমি সাধুবাদ জানাই। রাঙ্গুনিয়ায় অনেক গুণি মানুষ তৈরি হয়েছে, সেটা ঢাকা বলেন, চট্টগ্রামে বলেন। রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন হয়েছে, যা আমরা এখন দেখতে দেখতে খেয়াল করতে পারছিনা। যে ছেলেটি ১৫ বছর আগে দেশের বাইরে গেছে সে এখন রাঙ্গুনিয়া আসলে বুঝতে পারে না যে, এইটা তার জন্মভুমি রাঙ্গুনিয়া।

তিনি বলেন, কাপ্তাই সড়ক দুইদিকে আরো ১৬ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এইখানে যাতে পরিবেশের ক্ষতি না হয় সে জিনিসটিও খেয়াল রাখা হচ্ছে। আমি রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং আমার কাছে যে গিয়েছে কাউকে ফেরত দিইনি। গত ১৫টি বছর রাঙ্গুনিয়ার মানুষ আমাকে যে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন, সেজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার কাছে নেই।

রাঙ্গুনিয়া সমিতি- চট্টগ্রাম এর সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে রাঙ্গুনিয়াবাসীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি ড. রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপিকা এডভোকেট কামরুন নাহার বেগম, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, ব্যবসায়ি আবদুর রাজ্জাক, ডা. এটিএম রেজাউল করিম, ডা. মো সেলিম, এডভোকেট সেকান্দর চৌধুরী, আবদুল জব্বার, এডভোকেট নিখিল নাথ ও ফারুক হোসেন তালুকদার প্রমুখ।

এসকে

শেয়ার