Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে ৮টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১

২২ এপ্রিল, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
ফেনীতে ৮টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১
ফেনী প্রতিনিধি :

৮টি দেশীয় গরুসহ ফেনীতে আবুল কাশেম নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

একইদিন জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত কাশেম ওই বাড়ির আবদুল মালেকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর মধ্যে দুটি গরু জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকার জাফর আহম্মেদের স্ত্রী আকলিমা আক্তারের।

এব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার এসআই মো: মাঈন উদ্দিন জানান,গত গত ১৫ এপ্রিল দিবাগত রাতে গরু দুটি চুরি যাওয়ার ঘটনায় গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন ওই নারী।

সেই সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় গত একসপ্তাহ অনেক খোঁজাখোঁজির পর পাশের উপজেলা ফুলগাজীর ওই বাড়ি থেকে এ দুটির সাথে আরও ৬টি সহ মোট ৮টি গরু উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন ভুক্তভোগীর স্বজনরা।

ছাগলনাইয়া থানার ওসি মো হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান,চোরের হাত থেকে উদ্ধার করা বাকী ৬টি গরুও মূল মালিকের নিকট হস্তান্তর করতে চায় পুলিশ।এজন্য উপযুক্ত প্রমাণসহ প্রকৃত মালিকগণকে দ্রুত ছাগলনাইয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এসকে

শেয়ার