অর্থ ও বাণিজ্য ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। বুধবার (২৪ এপ্রিল) প্রতি ব্যারেলের দর ৮৮ ডলারের ওপর স্থির হয়েছে। তবে আগের কার্যদিবসে জ্বালানি পণ্যটির মূল্য বৃদ্ধি পেয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের বৃহৎ তেল ভোক্তা যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম কমেছে। পাশাপাশি দেশটিতে অপরিশোধিত তেলের মজুত হ্রাস পেয়েছে। ফলে মঙ্গলবার (২৩ এপ্রিল) জ্বালানির দরে ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছিল। কিন্তু ঠিক পরের দিনই পণ্যটির দরপতন ঘটলো।
আলোচ্য কার্যদিবসে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ।ব্যারেলপ্রতি দাম স্থির হয়েছে ৮৮ ডলার ১৮ সেন্টে। একই দিনে ইউএস বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)সরবরাহ দর নিম্নমুখী হয়েছে ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ। ব্যারেলে মূল্য নিষ্পত্তি হয়েছে ৮৩ ডলার ০৩ সেন্টে।
গত কর্মদিবসে এক লাফে ব্রেন্টের দাম বেড়েছিল ১ দশমিক ৬ শতাংশ। ওই দিন প্রধান আন্তর্জাতিক মুদ্রা মার্কিন ডলারের শক্তি কিছুটা কমেছিল। এছাড়া মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে উদ্বেগের কারণে সতর্ক ছিলেন ব্যবসায়ীরা। ফলে জ্বালানি পণ্যটির দরে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। তবে একদিন না যেতেই তা নিম্নগামী হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের বিশেষজ্ঞরা বলেন, ইরান-ইসরায়েল সংঘাত প্রশমিত হলে বিশ্ববাজারে তেলের দর নিম্নমুখী থাকতে পারে। সেক্ষেত্রে ব্যালে দর স্থির হতে পারে ৯০ ডলারে।
এআরএস