Top

বিশ্ববাজারের সঙ্গে দেশেও কমলো স্বর্ণের দাম

২৪ এপ্রিল, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
বিশ্ববাজারের সঙ্গে দেশেও কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে সংকট বৃহৎ আকার ধারণ করার উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। ফলে বুধবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই কার্যদিবসে দেশেও নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষদিকে অর্থনৈতিক তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর ভিত্তি করে সুদের হার কমানো নিয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

ফলে বুলিয়ন বাজারে বিনিয়োগে সতর্ক রয়েছেন তারা। এছাড়া আলোচিত কর্মদিবসে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে বুলিয়নের আকর্ষণ কমেছে।

এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২৩১৪ ডলার ৯৫ সেন্টে। এ নিয়ে টানা তিন দিন মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেলো।

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী কোম্পানি ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমেছে। সেই সঙ্গে স্বর্ণে বরাদ্দ কমিয়েছে হেজ ফান্ডগুলো। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমছে।

একই দিনে দেশের বাজারে প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা।এছাড়া ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৪২৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দর ৭৫ হাজার ২০৯ টাকা ধরা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম চার মাসেই দেশের বাজারে ১২বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৭বার মূল্য বাড়ানো হয়েছে। আর কমিয়েছে ৫বার। এর মধ্যে শুধু এপ্রিলেই দর সমন্বয় হয়েছে ৭বার। আর ২০২৩ সালে সবমিলিয়ে করা হয়েছিল ২৯বার।

এআরএস

শেয়ার