Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ

২৫ এপ্রিল, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানাসহ একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাছান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীতে পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ফিরোজ নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) মোতাবেক এক লাখ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সাথে বালু উত্তোলনের কাজ ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাছান বলেন, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন জব্দ করে থানা হেফাজতে রাখি এবং ড্রেজার পরিচালনায় দায়ে ফিরোজ নামে একজনকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পন্থায় বালু উত্তোলনকারীদের অতিসত্বর এ ধরনের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদি এর ব্যত্যয় ঘটে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। অভিযানে পৌর ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম পাটওয়ারী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা নিশিদ দত্ত ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর একটি দল সহযোগিতা করে।
এসকে

শেয়ার