Top

ফ্রান্সে ‘মোরেলগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্স’ এর কমিটি গঠন

২৫ এপ্রিল, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
ফ্রান্সে ‘মোরেলগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্স’ এর কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ‘মোরেলগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্স’ এর কমিটি গঠন করা হয়েছে। মূলত নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সহায়তা বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠন গঠিত হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) মোড়েলগঞ্জ প্রবাসীদের উপস্থিতিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় ‘মোড়েলগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্স’ এর বৈঠকে আগামি দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বেলায়েত হোসেনকে প্রধান উপদেষ্টা, মিরাজুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাসুদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

আগামী মাসে পূর্ণাঙ্গ কমিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বেদার খান, মন্টু মাতুব্বর, বিযয় সাহা, আব্দুল হাই টুকু, সোহেল কাজী, আজিম শেখ, আসলাম খান, রেজাউল করিম খান, তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম সোহাগ, কামাল মিনা, মোর্শেদ পলাশ, সজীব হোসেন, মাসুদ খান, সোহাগ হোসেন মোল্লা, রনি বাবু, সাইফুল ইসলাম, মেহেদী শেখ, তারেক মাহামুদ মো: সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বিএইচ

শেয়ার