Top

সয়াবিনের দাম কমায় আরও কমলো পাম অয়েলের দর

২৫ এপ্রিল, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
সয়াবিনের দাম কমায় আরও কমলো পাম অয়েলের দর

মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দরপতন ঘটেছে। স্বাভাবিকভাবেই চাপে পড়েছে পাম অয়েল।

বার্তা সংস্থা রয়টার্সে বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ পাম উৎপাদক মালয়েশিয়া। দেশটিতে কৃষিজ পণ্যটির উৎপাদনও বেড়েছে। ফলে এ থেকে উৎপাদিত তেলের দামও কমেছে।

আলোচ্য কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী জুলাইয়ের বেঞ্চমার্ক পাম অয়েলের সরবরাহ চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ৯২ রিঙ্গিত বা ২ দশমিক ৩৩ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৩৮৫০ রিঙ্গিতে।

ফাস্টমার্কেটস পাম অয়েল অ্যানালাইটিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক সাথিয়া ভার্কা বলেন, মালয়েশিয়ায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চীনা এক্সচেঞ্জে অন্যান্য ভোজ্যতেলের দর কমেছে। স্বভাবতই পাম অয়েলের দাম নিম্নমুখী হয়েছে।

চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে সক্রিয় সয়াঅয়েলের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) একই তেলের দাম কমেছে শূন্য দশমিক ৪২ শতাংশ।

বিশ্বখ্যাত মুম্বাইভিত্তিক ভোজ্যতেল ব্রোকার সুনভিন গ্রুপের গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, বিশ্ববাজারে প্রায় সবধরনের ভোজ্যতেলের দাম কমেছে। বিশেষত সয়াঅয়েলের। এই প্রেক্ষাপটে পাম অয়েলও দর হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রধান শস্য উৎপাদন অঞ্চল মিডওয়েস্টে সয়াবিনের চারা রোপণ করা হচ্ছে। এই অবস্থায় সয়াবিন তেলের মূল্য নিম্নগামী হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে পাম অয়েলের ওপর।

এআরএস

শেয়ার