Top

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও কমছে স্বর্ণের দাম

২৫ এপ্রিল, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও কমছে স্বর্ণের দাম

বাণিজ্য প্রতিদিন ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। বৃহস্পতিবারও (২৫ এপ্রিল) নিরাপদ আশ্রয় ধাতুটির বৈশ্বিক দর কমেছে। সেই সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও হ্রাস পাচ্ছে স্বর্ণের মূল্য। এদিন স্থানীয় মার্কেটেও গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি চড়া রয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরের আগে সুদের হার নাও কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।

এই সম্ভাবনায় মার্কিন মুদ্রা ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন বাজার। এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩১৩ ডলারে। এ নিয়ে টানা ৪ দিন বিশ্ববাজারে মূল্যবান ধাতুটির দাম কমলো।

একই দিনে দেশের মার্কেটে প্রতি ভরি স্বর্ণের দর কমানো হয়েছে ৬৩০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই ঘোষণা দিয়েছে। এ নিয়ে টানা ৩ দিন স্থানীয় বাজারে দুঃসময়ে বন্ধু ধাতুটির দরপতন ঘটলো।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিতে ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ৭৪ হাজার ৮০১ টাকা দরা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এছাড়া বিশ্ববাজারেও নিয়মিত বিরতিতে দর হ্রাস পাচ্ছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম ঠিক করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম ৪ মাসে দেশের বাজারে ১৩বার স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাজুস। যেখানে ৭বার দাম বাড়ানো হয়েছে। আর কমিয়েছে ৬বার। ২০২৩ সালে সবমিলিয়ে চকচকে ধাতুটির দাম সমন্বয় করা হয়েছিল ২৯বার।

এআরএস

শেয়ার