Top

বাংলাদেশে শাখা খুলতে চাওয়া রাশিয়ার ব্যাংকের মুনাফা বেড়েছে

২৬ এপ্রিল, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
বাংলাদেশে শাখা খুলতে চাওয়া রাশিয়ার ব্যাংকের মুনাফা বেড়েছে

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ‘এসবার ব্যাংক’। এজন্য তোড়জোড় শুরু করেছে তারা। ইতোমধ্যে তাদের আয়ে সুবাতাস লেগেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩৯৭ দশমিক ৪ বিলিয়ন রুবল নিট মুনাফা করেছে ব্যাংকটি। ২০২৩ সালের একই সময়ের চেয়ে যা ১১ দশমিক ৩ শতাংশ বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে ‘এসবার ব্যাংক’ থেকে ব্যাপক পরিমাণে খুচরা ঋণ নিয়েছেন গ্রাহকরা। ফলে রুশ ব্যাংকটির ভালো মুনাফা হয়েছে। কারণ, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে পর্যাপ্ত সুদ আদায় করেছে তারা।

২০২৩ সালে রেকর্ড ১ দশমিক ৫ ট্রিলিয়ন রুবল মুনাফা করে ‘এসবার ব্যাংক’। আগের বছরের চেয়ে যা ৫ গুণ বেশি। ২০২২ সালের শেষদিকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। পরিপ্রেক্ষিতে ‘এসবার ব্যাংকের’ ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। তাতে ব্যাংকটির আর্থিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। এখন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা।

এজন্য এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে ‘এসবার ব্যাংক’। সেটারই অংশ হিসেবে বাংলাদেশে শাখা খুলতে মরিয়া তারা। কারণ, এদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে রাশিয়ান গ্রাহকদের। মূলত, তাদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে ব্যাংকটি।

ইতোমধ্যে ঢাকা ঘুরে গেছেন ‘এসবার ব্যাংকের’ প্রতিনিধিরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন তারা। রাশিয়ার ব্যাংকিং খাতে আধিপত্য রয়েছে ব্যাংকটির। দেশটিতে তাদের সবমিলিয়ে ১১০ মিলিয়ন গ্রাহক রয়েছেন। চলতি সপ্তাহে যাদের
৮ বিলিয়ন ডলারের বেশি রেকর্ড বার্ষিক লভ্যাংশ দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ‘এসবার ব্যাংক’।

ডি এইচ

শেয়ার