Top

ভারতের শেয়ারবাজারে পতন

২৬ এপ্রিল, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
ভারতের শেয়ারবাজারে পতন

ভারতের শেয়ারবাজারে টানা ৫ দিন উত্থান ঘটেছিল। অবশেষে শুক্রবার (২৬ এপ্রিল) পতন ঘটেছে। তবে দৈনিক ভিত্তিতে কমলেও সাপ্তাহিক হিসাবে ঊর্ধ্বমুখী রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে এনএসই নিফটি ৫০ সূচক শূন্য দশমিক ৬৭ শতাংশ নিম্নমুখী হয়েছে। বর্তমানে তা ২২,৪১৯ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্সের শূন্য দশমিক ৮২ শতাংশ পতন ঘটেছে। এখন যা ৭৩,৭৩০ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে।

এ নিয়ে টানা ৫ দিন পর উভয় সূচক নিম্নগামী হলো। কিন্ত চলতি সপ্তাহে সবমিলিয়ে নিফটি ৫০ ও সেনসেক্স যথাক্রমে ১ দশমিক ২৫ শতাংশ এবং ১ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ইকুইনোমিকস রিসার্চের প্রধান ও প্রতিষ্ঠাতা জি ছোকালিঙ্গাম বলেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হচ্ছে। অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব নেই। ফলে ভারতীয় ইক্যুয়িটি বাজার চাঙা রয়েছে।

এই সপ্তাহে এক্সিস ব্যাংকের শেয়ার মূল্য বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। ২০২২ সালের অক্টোবরের পর যা সর্বোচ্চ। ওষুধ নির্মাতা ডিভির ল্যাবরেটরিজের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশ। নেসলের দর ঊর্ধ্বমুখী হয়েছে। টেক জায়ান্ট মাহিন্দার বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ।ফলে ভারতীয় সূচক উঠতি আছে।

এসকে

শেয়ার