Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কুমিল্লায় সালাতুল ইসতিসকারের নামাজ আদায়

২৭ এপ্রিল, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
কুমিল্লায় সালাতুল ইসতিসকারের নামাজ আদায়
কুমিল্লা প্রতিনিধি :

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লার জনজীবন। অসহনীয় গরম থেকে বাঁচতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কুমিল্লার ঐতিহাসিক টাউনহল ময়দানে সালাতুল ইসতিসকারের নামাজ আদায় করেন মুসল্লিরা।

কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের আয়োজনে ইসতিসকার সালাত আদায় করান আল্লামা শাহ মোহাম্মদ ইলিয়াস পীর সাহেব বদরপুরী, দোয়া মোনাজাত পরিচালনা করেন বটগ্রাম মাদরাসার মোহতামিম শায়খুল হাদিস আল্লামা নুরুল হক দাঃ বাঃ।

সালাত আদায়ের নির্দিষ্ট সময়ের আগেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করতে টাউনহল ময়দানে একত্রিত হন।

আগত মুসল্লীরা বলেন, সবই আমাদের গুনাহের ফসল। আল্লাহ আমাদের প্রতি নারাজ। আমরা আল্লাহকে খুশি করতে ইবাদত বন্দেগি পালন করলে আল্লাহ সকল গজব উঠিয়ে নিত। আমরা আজ বৃষ্টির আশায় মহান রবের কাছে নামাজ পড়ে প্রার্থনা করেছি। আল্লাহ আমাদের নামাজ কবুল করলে ইনশাআল্লাহ বৃষ্টি আসবেই।

এসকে

শেয়ার