Top

কুমিল্লায় তীব্র গরমে বেড়েছে ডাবের চাহিদা

২৮ এপ্রিল, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
কুমিল্লায় তীব্র গরমে বেড়েছে ডাবের চাহিদা
কুমিল্লা প্রতিনিধি :

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমন তীব্র গরমে একটু শীতল ছায়া আর তৃষ্ণা মেটাতে অনেকটা দিশেহারা নিম্ন আয়ের মানুষগুলো। আর তাই এসব তৃষ্ণার্ত মানুষজন তৃষ্ণা মেটাতে ভিড় জমাচ্ছে ভেন গাড়িতে দাঁড়িয়ে থাকা ডাবের দোকানগুলোতে।

কুমিল্লা নগরীতে গড়ে উঠেছে ভাসমান দোকান। প্রখর রোদ ও গরমে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষেরা তৃষ্ণা মেটাতে আখের রসে আত্মতৃপ্তি খুঁজে পায়।

পথচারী ছাড়াও ভ্যান রিকশা, অটোচালকরাও ডাবের পানি পান করে থাকেন। শিক্ষার্থীরাও ছুটে আসে গরমে ডাবের পানি খেতে।

ডাব বিক্রেতা মো. লিমন মিয়া জানান, কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে ডাব কিনে নিয়ে আসেন তিনি। প্রতিটি ডাব যে দরে কেনা হয় তার থেকে একটু বেশি দামে বিক্রি করে যা পায় তা দিয়ে সংসার চলে।

তিনি আরও জানান, সকাল ১০টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত প্রতিদিন ৩ হাজার টাকার ডাব বিক্রি হয় তার।

পরিবারের জন্য ডাব কিনে আসা শিপন মিয়া জানান, গরমে ডাবের পানি আমার এবং পরিবারের লোকজনের খুবই পছন্দ। তাই ৪ টি ডাব কিনে নিয়ে যাচ্ছি।

সালাম নামে এক রিকশা চালক বলেন, সারাদিন রিকশা চালাই। এই গরমে একটু বিশ্রাম নিয়ে ১ টা ডাব খাচ্ছও। অল্পতেই পিপাসা মিটে যায়।

নগরীতে প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে দিনের তাপমাত্রাও। গরমে অতিষ্ঠ পথচারী এসব দোকানে শরবত ও ডাবের পানি পান করে তৃষ্ণা মেটায়।

এসকে

শেয়ার