Top

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৮ এপ্রিল, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। তার নাম মোঃ ইসমাইল হোসেন।

গত বুধবার (২৪ এপ্রিল) বিকেলে র‌্যাব-১ এর সহযোগিতায় এসএই শিমুল বিল্লাহ এর নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটা টিম উত্তরা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানায়, গ্রেফতার মোঃ ইসমাইল হোসেন গাংনী থানার গোপালনগর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০২০ সালে মেহেরপুর আদালতে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন গাংনী পৌরসভার উত্তরপাড়ার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।

পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন ইসমাইল হোসেন। গাংনী থানার এসএই শিমুল বিল্লাহ ও এএসআই তাওহীদের নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটা টিম বুধবার র‌্যাব-১ এর সহযোগিতায় তাকে উত্তরা থেকে গ্রেফতার করে।

গাংনী থানার এসআই শিমুল বিল্লাহ বলেন, আসামিকে বুধবার উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। পরের দিন বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসকে

শেয়ার