Top
সর্বশেষ

ভারতীয় রুপির মান আরও কমলো

২৯ এপ্রিল, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
ভারতীয় রুপির মান আরও কমলো

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে ভারতের রুপির মান আরও কমেছে। সোমবারও (২৯ এপ্রিল) গ্রিনব্যাকের বিরুদ্ধে শক্তি হারিয়েছে ভারতীয় কারেন্সি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, গত মার্চে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে আগামী মাসগুলোতে সুদের হার চড়া রাখতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রেক্ষাপটে মার্কিন ডলারের উত্থান ঘটেছে। তাতে অন্যান্য মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। স্বাভাবিকভাবেই ভারতীয় রুপির অবনমন ঘটেছে।

এছাড়া আলোচ্য কার্যদিবসে ভারতে বিদেশি ব্যাংকগুলোতে ইউএস ডলারের চাহিদা বেড়েছে। পাশাপাশি দেশটির ইক্যুয়িটি মার্কেটে বাইরের অর্থপ্রবাহ কমেছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও স্বর্ণের দর হ্রাস পেয়েছে। ভারতীয় রুপির দরপতনের অন্যতম নেপথ্য কারণ এগুলোও।

আলোচিত দিনের শুরুতে ভারতের আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয় ৮৩ রুপি ৩৯ পয়সায়। পরে মুদ্রাটির আরও পতন ঘটে। শেষ পর্যন্ত ডলারপ্রতি দাম দাঁড়ায় ৮৩ রুপি ৪৩ পয়সা। আগের দিনের চেয়ে যা ৫ পয়সা কম।

গত শুক্রবারও ভারতীয় মুদ্রা দর হারিয়েছিল। ওই কার্যদিবস শেষে প্রতি গ্রিনব্যাকের দাম স্থির হয় ৮৩ রুপি ৩৮ পয়সা। আগের কর্মদিবসের চেয়ে তা ১০ পয়সা কম।

আলোচিত দিনে ইউরো, স্টার্লিং, ইউয়ান, ইয়েনসহ অন্যান্য প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক ঊধ্র্বমুখী হয়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ। বর্তমানে তা ১০৫ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।

এই অবস্থায় অভ্যন্তরীণ বাজারে ডলার সরবরাহ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই)। মূলত আমদানিকারকদের ভালো সহায়তা করেছে তারা। তাতে বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা পেয়েছে ভারতীয় রুপি। চলতি এপ্রিলের শুরুতে যা সর্বকালের সর্বনিম্নে নেমে গিয়েছিল।

এম জি

শেয়ার