Top

নাইজেরিয়ায় স্কুল থেকে অপহৃত ২৭৯ স্কুলছাত্রী মুক্ত

০২ মার্চ, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
নাইজেরিয়ায় স্কুল থেকে অপহৃত ২৭৯ স্কুলছাত্রী মুক্ত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জামফারা রাজ্যের বোর্ডিং স্কুল থেকে অপহৃত ২৭৯ স্কুলছাত্রীর সবাই মুক্ত হয়েছে।

রাজ্যের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

গভর্নর ড. বেল্লো মাতাওয়ালে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সব ছাত্রী মুক্ত, এমনটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। তারা সবাই একটু আগে সরকারি ভবনে এসেছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা ভালো।’

নাইজেরিয়ার কর্তৃপক্ষ প্রথমে জানায়, শুক্রবার জানগেবে গ্রামের গভর্মেন্ট গার্লস জুনিয়র সেকেন্ডারি স্কুলে কয়েক’শ বন্দুকধারী হামলা চালিয়ে ৩১৭ স্কুলছাত্রীকে অপহরণ করে। তবে মাতাওয়ালে বলেন, অপহৃত স্কুলছাত্রীর সংখ্যা ২৭৯।

দস্যু হিসেবে পরিচিত অপহরণকারীদের সঙ্গে আলোচনা করেছিলেন সরকারের কর্মকর্তারা।

নাইজেরিয়ায় তিন মাসেরও কম সময়ে তিনটি স্কুলে হামলা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নিজের রাজ্য কাতসিনায় সফরের সময় সেখানকার কানকারা শহরের একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রকে অপহরণ করা হয়।

পরে অপহৃত স্কুলছাত্রদের ছেড়ে দেয়া হয়। বিষয়টি অনেককে ২০১৪ সালে বর্নো রাজ্যের চিবক শহরে সন্ত্রাসী সংগঠন বোকো হারামের ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা মনে করিয়ে দেয়। চিবকে অপহৃত অনেক স্কুলছাত্রী এখনও নিখোঁজ।

নাইজেরিয়ার মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র অপরাধী দলগুলো মুক্তিপণ, ধর্ষণ ও লুটপাটের জন্য কয়েক বছর ধরে অপহরণ করছে।

শেয়ার