হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন্ন। পাঁচ বছর মেয়াদ শেষেই অবসরে যাবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২০ সালের মার্চে এইচএসবিসির সিইও’র দায়িত্ব বুঝে নেন নোয়েল। সেই হিসাবে আগামী বছরের একই সময়ে অবসরে যাবেন তিনি। খোদ ব্যাংকটি বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নোয়েল বলেন,আমার মেয়াদের ৫টা বছর খুবই কঠিন ছিল। দীর্ঘ পথটা মোটেও মসৃণ ছিল না। এসময়ে করোনা মহামারির ধাক্কা সামলাতে হয়েছে। ভূ-রাজনৈতিক ধকল গেছে। অংশীদারদের চাপ সহ্যূ করতে হয়েছে।
তিনি বলেন, এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। অবসরে যাওয়ার জন্য একেই সঠিক সময় বলে ভেবে নিচ্ছি আমি। বাকি সময়টা পরিবার এবং ব্যক্তিগত ব্যবসায় দিতে চাই।
ইতোমধ্যে নোয়েলের বিকল্প খোঁজার ঘোষণা দিয়েছে এইচএসবিসির পরিচালনা পর্ষদ। এক্ষেত্রে ব্যাংকটির অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিযোগিরা প্রতিযোগিতা করার সুযোগ পাবেন।
লন্ডনভিত্তিক ব্যাংকটির মূল ফোকাস এশিয়ায়। তাদের ব্যবসা-বাণিজ্য এশীয় অঞ্চলকেন্দ্রিক। এরই মধ্যে তারা জানিয়েছে, যতদিন উপযুক্ত কাউকে না পাওয়া যায়, ততদিন এইচএসবিসির সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়েলই।