Top

খাগড়াছড়িতে মধ্যরাতে মার্কেটে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

০১ মে, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে মধ্যরাতে মার্কেটে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে একটি মার্কেটে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তালুকদার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ভয়াবহ এ আগুনে মার্কেটের কুলিং কর্নার, পার্টসের শো রুম, ওয়ার্কসপসহ ২০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।

বিএইচ

শেয়ার