Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এমপি নাসিমের উদ্যোগ

০২ মে, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
ফেনীতে ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এমপি নাসিমের উদ্যোগ
ফেনী প্রতিনিধি :

ফেনীতে ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

গত ১৮ এপ্রিল সকল প্রকার যুক্তি উপস্থাপন করে এ ব্যাপারে বস্ত্র ও পাট মন্ত্রী সংসদীয় প্যাডে লিখিত আবেদন পাঠিয়েছেন তিনি।

জেলার পরিত্যক্ত দোস্ত টেক্সটাইল মিল এরিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি টেক্সটাইল প্রতিষ্ঠার দাবি জানিয়ে লিখা ওই চিঠিটির অনুলিপি শিক্ষা মন্ত্রীকেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,ফেনী শহরতলীর রাণিরহাটে ২১ দশমিক ৫৫ একর জমিতে অবস্থিত দোস্ত টেক্সটাইল মিলস। এটি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বন্ধ থাকায় বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছ। ১৯৬৪ সালে পাকিন্তানী শিল্পপতি দোস্ত মোহাম্মদ মিলটি স্থাপন করেন।

১৯৭২ সালে বাণিজ্যিকভাবে মিলটি জাতীয়করণ করা হয়। বিটিএমসি পরিচালিত ফেনীর দোস্ত টেক্সটাইল মিলটি শুধুমাত্র কাঁচামালের অভাব দেখিয়ে ২০০৮ সালের জানুয়ারিতে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৩ বছর বন্ধ থাকার পর ২০১১ সালের মার্চে ফের উৎপাদন শুরু হলেও ৪ মাসের মাথায় আবার বন্ধ হয়ে যায় লাভ-জনক এ প্রতিষ্ঠানটি।

আর প্রতিষ্ঠার পর থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ৭৪টি টেক্সটাইল মিলের মধ্যে দোস্ত টেক্সটাইল মিল প্রতি বছর প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতো।

পাশাপাশি বন্ধের আগ পর্যন্ত মিলে ১৮ জন কর্মকর্তা, ৫৪ জন কর্মচারী এবং সাত শত শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে মিল ছেড়ে যেতে হয়।

এসকে

শেয়ার