Top

ভারতে প্রত্যাশার চেয়ে বেশি চিনি উৎপাদন

০২ মে, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
ভারতে প্রত্যাশার চেয়ে বেশি চিনি উৎপাদন

ভারতের অধিকাংশ মিলে আখ মাড়াই শেষ হয়েছে। এরপর চলতি বছর দেশটিতে প্রত্যাশার চেয়ে বেশি চিনি উৎপাদন হয়েছে। ভারতীয় শিল্প কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৩-২৪ মৌসুমে আখ মাড়াই শেষ হয়েছে। তাতে সবমিলিয়ে ৩১ দশমিক ৫৯ মিলিয়ন মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। প্রত্যাশার চেয়ে যা ২৯ মিলিয়ন টন বেশি। তবে গত মৌসুমের চেয়ে তা ১ দশমিক ৮ শতাংশ কম।

ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ ফ্যাক্টরিজ লিমিটেড (এনএফসিএসএফ) বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, কর্নাটক ও মহারাষ্ট্রে খরার কারণে চিনি উৎপাদন ব্যাহত হয়েছে।

ভারতে প্রায় ৫৩২টি মিলে খাদ্যপণ্যটি উৎপাদিত হয়। এর মধ্যে ৫১০টিতেই উৎপাদন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে কেবল ২০টি। সেগুলোতে কার্যক্রম চলছে। এগুলোর রিপোর্ট সামনে এলে উৎপাদন বাড়তে পারে।

ভারতীয় শীর্ষ উৎপাদক শ্রী রেনুকা সুগার্স লিমিটেডের নির্বাহী পরিচালক রবি গুপ্তা বলেন, গত নভেম্বরে দেশটিতে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে আখ উৎপাদন তরান্বিত হয়েছে। তাতে চিনি উৎপন্নও বেশি হয়েছে।

শেয়ার