Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ইউএনওর চেষ্টায় হারানো প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেলেন পরিবার

০৩ মে, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
ইউএনওর চেষ্টায় হারানো প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেলেন পরিবার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম-এর প্রচেষ্টায় আপন মিয়া নামে আনুমানিক ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ফিরে পেয়েছে তার পরিবার।

শুক্রবার (০৩ মে) দুপুরে শিশুটিকে তার বাবা-মার কাছে বুঝিয়ে দেন ইউএনও তানভীর ফরহাদ শামীম। উদ্ধার হওয়া আপন পার্শ্ববর্তী নাসিরনগর থানার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের আজিজ মিয়ার ছেলে।

আপনকে তার বাবা মায়ের কাছে হস্তান্তরের সময় ইউএনও তানভীর ফরহাদ শামীম সাংবাদিকদের জানান, গতকাল রাতে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার একটি মসজিদের সামনে বাক প্রতিবন্ধী আপনকে ঘুরাঘুরি করতে দেখে ওই এলাকার ২ জন যুবক আপনকে নিয়ে থানায় গেলে সেখান থেকে তাদের সমাজকল্যাণ অফিসে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে বিষয়টি আমাকে জানানো হলে আমি নাসিরনগরের ইউএনওর সাথে কথা বলি। আপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তার বাবা মা আজ সকালে নবীনগরে ছুটে আসেন।

আপনকে তার বাবা মায়ের কাছে ফিরে পেতে নবীনগর পৌর শহরের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন ও তার বন্ধু মান্নান প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

আপনের বাবা জানায়, নিজে শারীরিক অসুস্থতায় কর্মক্ষমতা হারিয়েছেন। সংসারের আর্থিক সংকটে কম বয়সী বাক প্রতিবন্ধী ছেলেকে ঢাকার একটি হোটেলের কাজে দিয়েছিলেন। গত ১ তারিখে আপন ঢাকার ওই হোটেল থেকে কাউকে কিছু না বলে চলে আসে। গত ৩ দিন ধরে আপনকে বহু খুঁজেছি কিন্তু পাইনি। পরে আজকে এসে আমার বাপদনের দেহা পাইলাম।

ইউএনও তানভীর ফরহাদ শামীম, তাৎক্ষণিক আপনের হাতে নগদ ৫০০০ টাকা তুলে দেন। একইসাথে সে যেনো প্রতিবন্ধী ভাতা পান সেজন্য নাসিরনগরের ইউএনওর সাথে কথা বলবেন বলে জানান তিনি।

এসকে

শেয়ার