দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও সাধারণ মানুষকে উপজেলা নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।
এসময় রিক্সাচালক, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং শরবত বিতরণ করা হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতাকর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচী পালন করেন।
শুক্রবার (০৩ মে) সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী গাজীপুর-৩ সংসদীয় আসনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এবং শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় সাধারণ মানুষ, ভোটার, পথচারী, বিভিন্ন যানবাহনের চালক, দোকানি ও ব্যবসায়ীদের মাঝে তরল খাবার ও লিফলেট বিরতরণ করেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচী পালন করা হয় বলে জানান বিএনপির ওই নেতা।
লিফলেট বিরতরণ শেষে এমসি বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, যা জনগণের কাছে প্রমাণিত। এই সরকারের আমলেই একটা সময় সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে মামলসহ বিভিন্ন অজুহাতে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত, এই সরকারের পাতানো নির্বাচনি ফাঁদে কেউ যেন না পড়ে। গেল জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট বর্জনের ডাকে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি।
লিফলেট বিরতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, কৃষি বিষয়ক সহ-সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী, মাওনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার, তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, বিএনপি নেতা আবুল ফায়েজ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকার, কায়সার আহমেদ মোল্লা, আজিজুল হক সিনহা, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নসমিয়া, গাজীপুর জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদার, সদস্য রফিকুল ইসলাম রবিনসহ সংসদীয় আসনের দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এসকে