Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

০৩ মে, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
ফেনী প্রতিনিধি :

ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৩ মে) দিবস উপলক্ষে শহরের ট্রাংক রোডে প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও এস এম ইউসুফ আলী, ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হক শামীম, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি নজির আহমেদ রতন, সময় টিভির নিজস্ব প্রতিবেদক আতিয়ার সজল, দীপ্ত টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, ইন্ডিপেন্ডেন্ট টেভির প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দৈনিক আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, আমাদের সময় সোনাগাজী প্রতিনিধি ওমর ফারুক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব প্রমুখ।

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখার আয়োজনে সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ।এসময় জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার