ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বাড়ি থেকে জাল নোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকার সাহাব উদ্দীনের ছেলে মো. সানি মিয়া (১৯), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আদশা এলাকার আব্দুর রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২) ও ফেনী সদর উপজেলা আকরামপুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪)।
শুক্রবার (৩ মে) দুপুরে র্যাব-৯ এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো মিডিয়া সেলের প্রধান সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের সদস্যরা তৎপর রয়েছে। চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। এ চক্রের সদস্যরা অল্প সময়ে অধিক মুনাফার আশায় তারা আসল টাকার ভিতরে জাল টাকা মিলিয়ে লেনদেন করছে। এতে তারা সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশি ৪ লাখ ৮৮ হাজার ৫শত জাল টাকা উদ্ধার করেন।
এসময় জাল নোট তৈরির স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেনসহ আরও বিভিন্ন মালামাল উদ্ধার করেন। এসময় জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আসামী ও জব্দকৃত জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এসকে