Top

পাউডারে ক্যান্সারের উপাদান: ৬.৫ বিলিয়ন ডলারে সুরাহার চেষ্টা জনসনের

০৩ মে, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
পাউডারে ক্যান্সারের উপাদান: ৬.৫ বিলিয়ন ডলারে সুরাহার চেষ্টা জনসনের

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের ট্যালক ভিত্তিক পণ্য ব্যবহারে ডিম্বাশয়ে ক্যান্সারের সৃষ্টি হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো ঝুলছে। নানা উপায়ে সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টটি।

এবার মামলাগুলো সুরাহা করতে ৬.৫ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা করছে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা। আগামী ২৫ বছরে এই অর্থ পরিশোধ করা হবে। এখনও মামলাকারীদের সাড়া পাওয়া অপেক্ষায় রয়েছে কোম্পানিটি।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় কয়েক দশক ধরে মামলাগুলো চলে আসছে। তাতে জনসন অ্যান্ড জনসনের বহু আর্থিক ক্ষতিসাধন হয়েছে। জনগণের সঙ্গে সম্পর্কও খারাপ হয়েছে। কোম্পানিটির দাবি, এখন ট্যালকম বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধ রেখেছে তারা। এছাড়া তাদের অন্যান্য ট্যালক পণ্য ভোক্তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

জনসন অ্যান্ড জনসন এবং এর অঙ্গ সংস্থাগুলোর বিপক্ষে করা ৯৯ শতাংশ মামলায় দাবি করা হয়েছে, তাদের ট্যালক পণ্য ব্যবহারে ডিম্বাশয়ে ক্যান্সারের উদ্রেক ঘটে।

এর আগে দুইবার মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করেছে জনসন অ্যান্ড জনসন। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন জায়ান্ট। এবার কোম্পানিটি মনে করছে, এই দফায় ৭০ শতাংশ মামলাকারীর সমর্থন পাওয়া যাবে।

জনসন অ্যান্ড জনসনের মামলা-মোকাদ্দমা সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, অভিযোগকারীদের বৃহৎ স্বার্থেই এই পরিকল্পনা করা হয়েছে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ নিয়ে শিগগিরই দেউলিয়া আদালত থেকে একটি অনুকূল এবং ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

তিনি দাবি করেন, দীর্ঘমেয়াদি বিচারিক কার্যক্রমে না গিয়ে মামলাগুলো নিষ্পত্তি করার পথে হাঁটাই শ্রেয় হবে দাবিদারদের জন্য।

শেয়ার