Top
সর্বশেষ

প্রত্যাশার চেয়ে বেশি কোভিড ভ্যাকসিন বিক্রি মডার্নার, কমেছে লোকসান

০৩ মে, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
প্রত্যাশার চেয়ে বেশি কোভিড ভ্যাকসিন বিক্রি মডার্নার, কমেছে লোকসান

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি কোভিড ভ্যাকসিন বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি মডার্নার। ফলে এসময়ে অনুমানের চেয়ে কম লোকসান হয়েছে তাদের। অবশ্য নেপথ্যে মার্কিন কোম্পানিটির খরচ কমানোর উদ্যোগও রয়েছে।

প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, দ্রুত আরেকটি পণ্য বাজারে আনার তোড়জোড় শুরু করেছে মডার্না। কারণ, এখন বিশ্বব্যাপী কোভিড ভ্যাকসিনের চাহিদা কমে গেছে। এবার শ্বাসযন্ত্রের সিনসিয়াল ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আনতে যাচ্ছে তারা।

ধারণা করা হচ্ছে, আগামী ১২ মে ইউএস ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাবে এটি। আর যদি পায়, তাহলে চলমান বছরের তৃতীয় প্রান্তিকে ভ্যাকসিনটি বিশ্বব্যাপী মার্কেটে পাওয়া যাবে। এর আগেই প্রথম ত্রৈমাসিকে লোকসান কমার খবর পেলো মডার্না। এরপর তাদের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশের ওপরে।

ওয়াল স্ট্রিট প্রত্যাশা করেছিল, আলোচিত প্রান্তিকে মডার্নার প্রতি শেয়ারে লোকসান হতে পারে ৩ ডলার ৫৮ সেন্ট। সেখানে হয়েছে ৩ ডলার ০৭ সেন্ট। এছাড়া একই সময়ে কোম্পানিটির রাজস্ব হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল ৯৭ দশমিক ৫ মিলিয়ন ডলার। যেখানে হয়েছে ১৬৭ মিলিয়ন ডলার।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন ব্যানসেল বলেন, এরই মধ্যে আমরা পরিচালন ব্যয় কমিয়ে ফেলেছি। নানা ক্ষেত্রে আমাদের অগ্রসর দারুণ। কোম্পানিকে ঢেলে সাজাতে সফল হয়েছে বায়োটেক কোম্পানির টিম।

মডার্নার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জেমি মখ বলেন, কোম্পানির মোট আয়ের ১০০ মিলিয়ন ডলার হয়েছে যুক্তরাষ্ট্রে। বাকি ৬৭ মিলিয়ন ডলার এসেছে আন্তর্জাতিক মার্কেট, বিশেষত ল্যাতিন আমেরিকা থেকে।

শেয়ার