Top
সর্বশেষ

সিনিয়র সচিব হলেন মো. মশিউর রহমান

০৪ মে, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
সিনিয়র সচিব হলেন মো. মশিউর রহমান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমানকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব করার পর মশিউর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েই পদায়ন করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মশিউর রহমান এর আগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ছিলেন। তার আগে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এম জি

শেয়ার