Top

১ সপ্তাহে ইউরোপের শেয়ারবাজার সূচক সর্বোচ্চ

০৪ মে, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
১ সপ্তাহে ইউরোপের শেয়ারবাজার সূচক সর্বোচ্চ

ইউরোপের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার (৩ মে) এই অঞ্চলের সূচকগুলো গত ১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। ইউরো বেল্টের প্রযুক্তি খাতে মুনাফা বাড়ায় এই ঊধ্র্বমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে প্যান-ইউরোপিয়ান স্টোক্স ৬০০ সূচকের উত্থান ঘটেছে শূন্য দশমিক ৪ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। যার ইতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের টেক সেক্টরে। ফলে এই অঞ্চলের পুঁজিবাজার সূচক ঊধ্র্বগামী হয়েছে।

ফ্রান্সের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট এগ্রিকোল এসএ’র শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ। প্রথম ত্রৈমাসিকে মুনাফা বাড়ায় এই উল্লম্ফন ঘটেছে। জার্মার্নির বহুজাতিক রাসায়নিক ও ভোগ্যপণ্য কোম্পানি হেনকেলের শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।

প্যান-ইউরোপিয়ান স্টোক্স ৬০০ সূচকের আওতাধীন কোম্পানিগুলোর আয় বেড়েছে ৫৮ দশমিক ৮ শতাংশ। যেখানে পূর্বাভাস ছিল ৫৪ শতাংশ।

শেয়ার