Top

সুন্দরবনে আগুন নেভাতে কাজ করছে বিমান বাহিনী

০৫ মে, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
সুন্দরবনে আগুন নেভাতে কাজ করছে বিমান বাহিনী
বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনে আগুন নির্বাপণের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। রোববার (৫ মে) সাড়ে ১২ টা থেকে অগ্নিকাণ্ডের বনভূমি এলাকায় পানি দেওয়া শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি।

সকাল থেকে আগুন নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতায় বনবিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌ বাহিনীর দুটি আলাদা দল। সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত ঘটনাস্থলে আসেন মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান বলেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে। সাড়১২ টা থেকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে। পাশাপাশি ফায়ার ফাইটিং এর নিযুক্ত ফায়ার সার্ভিস কর্মীদের কাজ সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জন প্রতিনিধিসহ স্থানীয়।

এসকে

শেয়ার