Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বারবার ক্ষমতায় আসুক: গণপূর্তমন্ত্রী

০৫ মে, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বারবার ক্ষমতায় আসুক: গণপূর্তমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন,‘আমরা চাই না, এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তি ক্ষমতায় আসুক। আমরা চাই বারবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক।’

শনিবার (৪ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কৃষকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের আহ্বায়ক ছাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বর্ধিত সভার উদ্বোধন করেন।

গৃহায়ন মন্ত্রী আরও বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের জন্য কষ্টদায়ক বিষয় হলো, মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি হয়নি। তবে হতে পারত ন্যাপ মোজাফর, জাসদ, কমিউনিস্ট পার্টি। কিন্তু তারা কেউ সামনে এগিয়ে আসতে পারেনি। এটা তাদের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে।’

কৃষকের অধিকার রক্ষায় কৃষিবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছর আওয়ামীলীগের পক্ষ থেকে কোনো দলাদলি করা হবে না।কোনো দলাদলিকে উৎসাহিত করা হবে না। সুন্দরভাবে আপনারা দলটা করেন। তাহলে আমরা দলকে পূর্ণাঙ্গভাবে দাঁড়া করতে পারব।’

বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো. নাজির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মিয়াজি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

এসকে

শেয়ার