ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ঐক্যের প্রার্থী মো. মুরাদ হোসেন ভূইয়ার সমর্থনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন সরে দাঁড়ালেন।
রবিবার (৫ মে) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভূইয়ার পরিচয় ও মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী শেখ বোরহান উদ্দিন বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’ এ সময় তিনি মুরাদ হোসেনকে জয়ী করার আহ্বান জানান।
আখাউড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. জয়নাল আবেদীন, চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ।
উপজেলা পরিষদ নির্বাচনে শেখ বোরহান উদ্দিন ও মুরাদ হোসেন ছাড়াও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মনির হোসেন প্রার্থী হয়েছেন। এখন মুলত মনির হোসেন ( ঘোড়া প্রতীক) ও মুরাদ হোসেন (আনারস প্রতীক) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসকে