Top

অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে গ্রেফতার ১

০৫ মে, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে গ্রেফতার ১
গাজীপুর প্রতিনিধি :

ড্রামের মধ্যে রাখা কাঠের গুড়ার মধ্যে ২৮২ বোতল ফেনসিডিল পাচারকালে মাদক কারবারী নূর আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে রংপুর মহানগরীর পশুরাম থানার চিলারঝড় এলাকার নয়া মিয়ার ছেলে।

রবিবার (৫ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা (দক্ষিণ) এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৪ মে) মহাগরীর বাসন থানার নলজানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মোহাম্মাদ নারিজ আহমেদ খাঁন জানান, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার নলজানী এলাকায় অভিযান চালায়।

এ সময় রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিঃ এর সামনে নূর আলমের গতিবিধি সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতে লোহার তৈরি ড্রামের মুখ কেটে ড্রামের ভিতর কাঠের গুড়ার মধ্যে বিশেষ কায়দায় রাখা ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম পুলিশকে জানায় রংপুরের পলাতক মাদক ব্যবসায়ী লিটনের (৩০) কাছ থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিশেষ কায়দায় লোহার ড্রামের ভিতরে কাঠের গুড়া দিয়ে ফেন্সিডিলের বোতল রেখে বহন করে। পরবর্তীতে নূর আলম রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিঃ কুরিয়ার সার্ভিসে ফেন্সিডিলের বোতল ভর্তি ড্রামকে গ্রীজের ড্রাম হিসেবে মিথ্যা তথ্য দিয়ে বুকিং করে গাজীপুর চলে আসে।

শনিবার গাজীপুরের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিঃ হতে উক্ত মাল (ফেন্সিডিলের বোতল ভর্তি ড্রাম) উঠানোর সময় গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে।

এসকে

শেয়ার