Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চাঁদপুরের দুই উপজেলায় ২৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

০৫ মে, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
চাঁদপুরের দুই উপজেলায় ২৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১
চাঁদপুর প্রতিনিধি :

তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। গত ২ মে এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১১, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ ২৮জন অনলাইনে মনোনপত্র জমা দেন। আজ চেয়ারম্যান পদে ১জনের বাতিল এবং বাকী ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

যাচাই-বাছাই শেষে রবিবার (৫ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার কচুয়া এবং ফরিদগঞ্জ মো. মোজাম্মেল হোসেন।

যাচাই বাছাইতে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী সোহবার হোসেন চৌধুরী সোহাগ ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তিনি আপিল করার সুযোগ রয়েছে।

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান, পৌর যুবলীগ সভাপতি মো. মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব আলী পাটোয়ারী ও জাতীয় পার্টির কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জালাল, আওয়ামী রীগ সমর্থক মোহাম্মদ রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, সাবেক ছাত্রলীগ নেতা মো. জোবায়ের হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা সহিদ, আওয়ামী লীগ সমর্থক কুলসুমা আক্তার, জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎস্না আক্তার, উপজেলার সাবেক ছাত্রলীগ সদস্য আমেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শ্যামলী বেগম।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-সাবেক ছাত্রলীগ নেতা মো. তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন মনির, যুবলীগ নেতা মো. কামরুজ্জামান পাটওয়ারী ও আওয়ামী লীগ সমর্থক মো. কামরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ সমর্থক মাজুদা বেগম, উপজেলা আওয়মী লীগের মহিলা সম্পাদিকা রীনা নাছরিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম।

এই দুই উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ হবে।

এসকে

 

শেয়ার