Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীর শ্রেষ্ঠ ওসি আবুল হাসিম

০৬ মে, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
ফেনীর শ্রেষ্ঠ ওসি আবুল হাসিম
ফেনী প্রতিনিধি :

ফেনী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম। রবিবার (৫ মে) প্রথমবারের মতো ‘মাসিক কল্যাণ সভায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের ‘মাসিক কল্যাণ সভায়’ হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, পেশাদার অপরাধী গ্রেপ্তার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা, জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে আবুল হাসিমকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

এজন্য ওসি আবুল হাসিম এর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো.জাকির হাসান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ(পুলিশ সুপার পদে পদন্নতী প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) থোয়াই আংপ্রু মারমা প্রমূখ।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আবুল হাসিম বলেন,যেকোন সুসংবাদ নিজেকে আন্দোলিত করে।পুরস্কারপ্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারপ্রাপ্তিতে ভালো কাজের প্রতি আমার দায়িত্ব আরও কয়েকগুণ বেড়ে গেল।

এসকে

 

শেয়ার