Top

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীপুরে ছাত্রলীগের বিক্ষোভ

০৬ মে, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীপুরে ছাত্রলীগের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

ফিলিস্তিনে গণহত্যার দাবীতে বিক্ষোভ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ। সোমবার (০৬ মে) গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ চক্তরে বেলা ১২টায় গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যেগে এ বিক্ষোভ করে।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ কর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, জাতীয় ও ফিলিস্তিনের পতাকাসহ এতে অংশ নেন।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিসসহ শিক্ষক কর্মচারীরা অংশ নেন। মিছিলটি কলেজ চত্ত¡র ও শ্রীপুর-গোসিঙ্গা সড়ক প্রদক্ষিণ করে কলেজের কেন্দ্রী শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মারুফের পরিচালনায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, ইতিহাস বিভাগের প্রধান হাবিবুর রহমান মৃধা, শিক্ষক পরিষদের সম্পাদক আবু বাক্কার ছিদ্দিক আকন্দ সোহেল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইসমাইল হোসেন জনি, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সজীব খান প্রমূখ।

এসকে

শেয়ার