Top
সর্বশেষ

ডলারের দাম নিম্নমুখী

০৬ মে, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
ডলারের দাম নিম্নমুখী

বিদায়ী এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সঙ্গে বেকারত্বের হার বেড়েছে। পাশাপাশি কর্মীদের মজুরি হ্রাস পেয়েছে। ফলে চলতি বছরই একাধিকবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে। এই সম্ভাবনায় অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, এখন বিনিয়োগকারীরা মনে করছেন; চলমান বছরের শেষদিকে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে ফেড। আগামী সেপ্টেম্বর থেকেই এই মুদ্রানীতি গ্রহণ করতে পারে তারা।

এই প্রেক্ষাপটে সোমবার (৬ মে) ইউরো, স্টার্লিং, ইউয়ান, ইয়েনসহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়ে দাঁড়িয়েছে ১০৫ দশমিক ০৬ ডলারে। সবমিলিয়ে সপ্তাহের ব্যবধানে তা নিম্নগামী হয়েছে ১ শতাংশ। এর মধ্যে গত শুক্রবার সূচকটি নেমে গিয়েছিল ১০৪ দশমিক ৫২ পয়েন্টে। বিগত ৩ সপ্তাহের মধ্যে যা ছিল সর্বনিম্ন।

এই অবস্থায় আলোচ্য কার্যদিবসে ইউরোর মূল্যমান বেড়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৭৬৯ ডলারে। স্টালিংয়ের উত্থান ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৫৭৫ ডলারে।

স্পট মার্কেটে অনশোরে চীনের মুদ্রা শক্তিশালী হয়েছে। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ২০০৯ ইউয়ানে। গত ২৫ মার্চের পর যা সর্বোচ্চ। গত সপ্তাহে অফশোরে চীনা মুদ্রার উত্থান ঘটেছে ১ শতাংশ।

আগের সপ্তাহে জাপানি মুদ্রার শক্তি বৃদ্ধি পেয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। প্রতি গ্রিনব্যাকের মূল্য দাঁড়িয়েছিল ১৬০ দশমিক ২৪৫ ইয়েনে। তবে আলোচিত কর্মদিবসে জাপানের কারেন্সির অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৫৩ দশমিক ৭৪ ইয়েনে।

শেয়ার