Top

ভারতীয় পুঁজিবাজারে পতন

০৭ মে, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
ভারতীয় পুঁজিবাজারে পতন

ভারতের শেয়ারবাজারে পতনের ধাক্কা লেগেছে। মঙ্গলবার (৭ মে) শুরুতে সূচক বেড়েছিল। তবে কার্যদিবসের শেষদিকে তা রেড জোনে চলে গেছে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কর্মদিবসে মুম্বাই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ৫২ শতাংশ নিম্নমুখী হয়েছে। ৩৮৩ দশমিক ৬৯ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭৩৫১১ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি শূন্য দশমিক ৬২ শতাংশ নিম্নগামী হয়েছে। ১৪০ দশমিক ২০ পয়েন্ট কমে ২২৩০২ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ১ দশমিক ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন মাত্র তিনটি সূচক ছিল গ্রিন জোনে। সেগুলো হলো নিফটি আইটি, নিফটি এফএমসিজি, এবং নিফটি কনজাম্পশন। এগুলো যথাক্রমে শূন্য দশমিক ৭৭, ২ দশমিক ০২ এবং শূন্য দশমিক ০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাংক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

এগুলো যথাক্রমে ১ দশমিক ২৫, ১ দশমিক ৮৩, ২ দশমিক ৩১, শূন্য দশমিক ৯২, ১ দশমিক ৮৬, ২ দশমিক ৩৯, ৩ দশমিক ৪৯, ১ দশমিক ৪৫, ২ দশমিক ১২, ১ দশমিক ৪৫, ১ দশমিক ৪৫, ২ দশমিক ০১, ২ দশমিক ৫০, শূন্য দশমিক ৭১, শূন্য দশমিক ৮৯, ১ দশমিক ৯৮ এবং ১ দশমিক ৮৮ শতাংশ নিম্নগামী হয়েছে। তবে ইন্ডিয়া ভিআইএক্স সূচক ২ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিন সবচেয়ে বেশি বেড়েছে জয়থি ল্যাবস, মারিকো, অরবিন্দ, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টস, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবার ইন্ডিয়া, কেপিআই গ্রিন এনার্জি, টিটাগড় রেল সিস্টেম, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস এবং এমামির শেয়ার।

একই দিনে বড় দরপতন হয়েছে রেইনবো চিল্ড্রেন্স মেডিকেয়ার, আইএফসিআই, এসআরএফ, জাস্ট ডিয়াল, ম্যাঙ্গালোর রেফিনাইরি অ্যান্ড প্রেট্রোকেমিক্যালস, শোভা, সুরা রশ্নি, ইলেক্ট্রনিক্স মার্ট ইন্ডিয়া, চেন্নাই পেট্রেলিয়াম করপোরেশন, ইন্দো উইন্ড এবং সিটের স্টকের।

উল্লেখ্য, গত তিন সেশনে সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি কমেছে। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজারগত মূলধনের পরিমাণ প্রায় ১১ লাখ কোটি রুপি কমেছে। এদিন নিফটি 50 দিনের মুভিং এভারেজের নিচে চলে যায়।

শেয়ার