Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সুবর্নচরে আ’লীগ সভাপতিকে হারিয়ে চেয়ারম্যান হলেন এমপি পুত্র শাবাব

০৯ মে, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ
সুবর্নচরে আ’লীগ সভাপতিকে হারিয়ে চেয়ারম্যান হলেন এমপি পুত্র শাবাব
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্নচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবার ভোটে দাঁড়িয়েই চমক সৃষ্টি করলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিমকে ৭০৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি।

বুধবার রাত ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নওয়াবুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে বেসরকারিভাবে আতাহার ইশরাক শাবাব চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আতাহার ইশরাক শাবাব চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আ ন ম খায়রুল আনাম চৌধুরী সেলিম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট।

সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২ লাখ ২৫ হাজার ১৮৮ জন ভোটারের মধ্যে ৭৬ হাজার ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।

এসকে

শেয়ার