সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৬৯ বারে ৫০ লাখ ৮৬ হাজার ১৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১৬১ বারে ৬৪ হাজার ৯৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্দো বাংলা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৯০৪ বারে ১৭ লাখ ১২ হাজার ৪০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – অ্যাডভেন্ট ফার্মার ৯.৮১ শতাংশ, সিলভা ফার্মার ৯.৩৯ শতাংশ, বারাকা পাওয়ারের ৭.৯১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.৬০ শতাংশ, সিলকো ফার্মার ৫.৯৪ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৮৪ শতাংশ এবং লাভেলো আইস্ক্রিমের ৫.৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস