Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

উপজেলা নির্বাচন: সরাইলে শের আলম, নাসিরনগরে রোমা আক্তার

০৯ মে, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: সরাইলে শের আলম, নাসিরনগরে রোমা আক্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রথম ধাপে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় গড়ে ৩৫ শতাংশ ভোট পড়েছে। গতকাল বুধবার (৮মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এই দুই উপজেলায় মোট ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন ভোটারের মধ্যে মাত্র ১ লাখ ৮৪ হাজার ৫৭৭ জন ভোটার ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন যা মোট ভোটারের ৩৫ শতাংশ।

এর মধ্যে নাসিরনগর উপজেলায় ২ লাখ ৫৬ হাজার ২৬৬ জন ভোটারের মধ্যে ৮৭ হাজার ২৭ জন ভোটার ভোট প্রদান করেন। যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ। এ উপজেলায় চেয়ারম্যান পদে রোমা আক্তার ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ১ ভোট পেয়ে প্রথম নারী চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওমরাও খান (আনারস) পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট। এ হিসেবে রোমা আক্তারের প্রাপ্ত ভোটের পরিমাণ ওমরাও খানের প্রাপ্ত ভোটের প্রায় দ্বিগুণ।

ভাইস চেয়ারম্যান পদে আবু মোহাম্মদ কামরুল হুদা (টিউবওয়েল) ৩৭ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিটা আক্তার (ফুটবল) ৩২ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাছাড়া চেয়ারম্যান পদে প্রদীপ কুমার রায় দোয়াত কলম প্রতীকে মাত্র ২১৯ ভোট পায়। যা ওই উপজেলার চেয়ারম্যান পদে প্রাপ্ত সর্বনিম্ন ভোট। প্রদীপ কুমার রায় নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

এদিকে সরাইল উপজেলার মোট ২ লাখ ৭০ হাজার ৬৬৪ জন ভোটারের মধ্যে ৯৭ হাজার ৫৫০ জন ভোটার ভোট প্রদান করেন যা মোট ভোটারের ৩৬ শতাংশ। চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে শের আলম মিয়া ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শের আলম সরাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৮৩৪ ভোট।

এছাড়া হানিফ আহমেদ সবুজ (তালা) ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন মিয়া ( টিউবওয়েল) ২৮ হাজার ৮৫২ ভোট পেয়েছেন।

৩১ হাজার ১৮৬ ভোট পেয়ে রোকেয়া বেগম (হাঁস) মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদা বেগম (ফুটবল) পেয়েছেন ২৩ হাজার ৯৬৮ ভোট।

এছাড়া চেয়ারম্যান পদে রাজীব আহমেদ টেলিফোন প্রতীকে মাত্র ৬১১ ভোট পায়। যা ওই উপজেলায় চেয়ারম্যান পদে প্রাপ্ত সর্বনিম্ন ভোট।

এসকে

শেয়ার