Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র অধিকারের সভাপতি সোহেল, সম্পাদক সালমান

০৯ মে, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া ছাত্র অধিকারের সভাপতি সোহেল, সম্পাদক সালমান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ (এক) বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সোহেল রানা রাফি কে সভাপতি এবং মো. সালমান ইসলাম আরিয়ান কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া সহ-সভাপতি মো. মহসিন সরকার ও মো. তারেক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জনি সুলতান, সাংগঠনিক সম্পাদক ফাইজা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মো. হেদায়েত নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিকা জাহান, অর্থ সম্পাদক ফারদিন মোন্তাসির, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোবাশ্বির, ক্রিয়া সম্পাদক হাছিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটিকে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এসকে

শেয়ার